গত ১৬ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হারের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। চলতি বছর নিয়ে টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে তারা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাশের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে মোট ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে, মোট ৩৭ হাজার ৪৪ জন মেয়ে ও ৩২ হাজার ৫৩ জন ছেলে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হারে মেয়েরা এগিয়ে থাকছে। ২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল।...