অ্যাপলের পর এবার মার্কিন বিচার বিভাগের চাপের কারণে ফেইসবুক থেকে আইসিই এজেন্টদের ট্র্যাক করা একটি গ্রুপ সরিয়ে দিয়েছে মেটা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক্স পোস্টে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি লিখেছেন, কোম্পানিটির একটি গ্রুপ সরিয়ে দেওয়ার জন্য ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তার দাবি অনুসারে, শিকাগোতে কর্মরত যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বা আইসিই কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা ও তাদের লক্ষ্যবস্তু বানানোর কাজে ব্যবহৃত হচ্ছিল ফেইসবুকের ওই গ্রুপটি। এ বিষয়ে মেটার একজন প্রতিনিধি বলেছেন, “গ্রুপটি আমাদের ‘সমন্বিত বা কো অর্ডিনেট হার্ম’ সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করেছিল। এ কারণে গ্রপটি সরিয়ে দিয়েছি আমরা।” তবে গ্রুপটি সরিয়ে দেওয়ার পেছনে মার্কিন বিচার বিভাগ সত্যিই জড়িত রয়েছে কি না তা নিশ্চিত করেননি মেটার ওই মুখপাত্র। এর আগে, মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের একজন বিচারক...