রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। সকালে দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করেন। ভোটগ্রহণ শুরুর আগেই অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোট দিতে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবারের রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি (সহসভাপতি) পদে ১৮ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ১৩ জন এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল...