প্রকাশিত হয়েছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবছরের চেয়ে বেশ কমেছে। এবারের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষায় কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও। ২০২৪ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। এবার এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫টিতে। পাশাপাশি শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৪ সালে ছিল ৬৫টি। এবারের ফলাফলে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২...