দুনিয়া আর আখিরাত—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা কি সত্যিই সম্ভব? পার্থিব জীবনকে উপভোগ করার পাশাপাশি পরকালের সাফল্যও অর্জন করা কি সম্ভব? মানুষের জীবনে এই প্রশ্ন চিরকালই প্রাসঙ্গিক। অনেক সময় আমরা নিজেদের ধর্মীয় দায়িত্ব ও পাপকে হালকাভাবে নিই। আবার কখনও এতটাই কঠোর হই যে অপরাধবোধে ভুগে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা মৃত ছিলে, তিনি তোমাদের জীবন দান করলেন। পরে তিনি তোমাদের মৃত্যু দেবেন এবং পুনরায় জীবন দান করবেন, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। (সুরা আল-বাকারা, আয়াত : ২৮) মুমিনেরা জানে এবং বিশ্বাস করে এই দুনিয়ার জীবন পরকালের আসল যাত্রার মাত্র ক্ষণিক অংশ। তাই এখানে চলার পথে এমন ভারসাম্য দরকার, যাতে দুনিয়াও সুন্দর হয়, আর আখিরাতও হয় শান্তিময়। তাহলে কীভাবে এই ভারসাম্য সম্ভব? নিচে চারটি...