নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। দেশের ৯টি সাধারণ, কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার হয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালের পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এ হিসাব অনুযায়ী এবারের পাসের হার আগের বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কমেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেন ১২,৫১,১১১ জন শিক্ষার্থী গত বছরের তুলনায় পাসের হার এতটাই কমে যাওয়ায় শিক্ষাবিদ ও...