উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। জুবেরি ভবন কেন্দ্রে ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ও শাহমখদুম হলের শিক্ষার্থীরা। শেখ নুর উদ্দিন আবীর জুবেরি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে অভিযোগ করেন, সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো। তবে জুবেরি ভবনে দায়িত্ব পালন করা আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন, তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে তাদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা এটা...