‘হ্যালো, কিশোর বন্ধুরা, আমি কিশোর পাশা বলছি, আমেরিকার রকি বীচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। যারা এখনও আমাদের পরিচয় জানো না তাদের বলছি, আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম তিন গোয়েন্দা।’ ব্যস, এভাবেই শুরু জাদুকরী, তুমুল পাঠকপ্রিয় রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের প্রায় প্রতিটি আখ্যানের শুরু। শুরুতেই তিনি এমনভাবে কল্পকাহিনি বা গল্প ফেঁদে বসেন যে, পুরো বই শেষ না করা অব্ধি পড়ার টেবিল থেকে উঠে আসা রীতিমতো কষ্টসাধ্য। বলে নেওয়া ভালো, তিন গোয়েন্দা সিরিজের গল্পগুলো মৌলিক নয় বরং বিদেশি গোয়েন্দাগল্পের ভাবানুবাদ বা ছায়া অবলম্বনে লেখা হয়েছে। ১৯৮৫ সালে রকিব হাসান স্বনামে তিন গোয়েন্দা সিরিজ লিখতে শুরু করেন, যার বেশকিছু গল্প তিনি নিয়েছিলেন রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ থেকে, আর কিছু...