আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলে দলটির নেতাকর্মী-সমর্থকরা ভোট দেবেন কি না, ভোট দিলে কোন দলকে দেবেন, নির্বাচনের সময় তাদের অবস্থান কী হবে- বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে কৌতূহল রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজনৈতিক দলগুলোও তাদের প্রস্তুতি শুরু করেছে। আসন্ন নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলেই বর্তমান পরিস্থিতিতে প্রতীয়মান হচ্ছে। বিগত তিনটি নির্বাচন একতরফা হওয়ায় কোন দলের ভোট কত শতাংশ তা ধারণা করা না গেলেও মনে করা হয়, সারা দেশে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ছিল। তবে চব্বিশের ডামি নির্বাচন ও গণঅভ্যুত্থানের পর সেই সংখ্যা...