চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। সেখানে সব শিক্ষার্থীর ফলাফল থাকবে। এছাড়া, সব শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটhttp://www.educationboardresults.gov.bd/-তে প্রবেশ করে কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্রে থাকা রোল নম্বর ও নিবন্ধনপত্রে থাকা রেজিস্ট্রেশন নম্বর নির্ধারিত স্থানে দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এতে ওই শিক্ষার্থীর সবগুলোর বিষয়ের ফলাফল থাকবে। ফল প্রকাশের পর মোবাইল ফোন (যে কোনো সিম) থেকে এসএমএসের মাধ্যমে ইংরেজিতে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের...