চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বুধবার ভোরে ফল ঘোষণা করা হয়, যেখানে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই বিজয়ী হয়েছে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এর মাধ্যমে ৪৪ বছর পর চাকসুতে প্রত্যাবর্তন ঘটল সংগঠনটির। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফল ঘোষণা করেন ভোর পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে। এতে ভিপি পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পান ৪,৩৭৪ ভোট। জিএস পদে জয়ী হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব, যিনি ৮,০৩১ ভোট পান। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক, যিনি পেয়েছেন ৭,০১৪ ভোট; শিবিরের প্রার্থী সাজ্জাত হোছন মুন্না পান ৫,০৪৫...