দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে। নানা আলোচনা ও উৎকণ্ঠা শেষে এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেবল ভোটার বা প্রার্থী নয়, পুরো রাজশাহীতেই বইছে নির্বাচনি আমেজ। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি একাডেমিক ভবনে স্থাপিত কেন্দ্রে ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের পছন্দের ৯১৮ জন প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসু নির্বাচনে এবার ১০টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদের জন্য ৩০৫ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের জন্য...