নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পেলে পুনঃনিরীক্ষণ (খাতা চ্যালেঞ্জ) করার সুযোগ পান। এবারও সেই সুযোগ থাকছে, তবে আবেদনের নিয়ম বদলেছে। এসএমএসের বদলে এবার আবেদন করতে হবে অনলাইনে। এরপর একটি নতুন স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। (দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুই পত্রেই আবেদন করতে হবে) আবেদন পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় সরানো যাবে। আবেদন বাতিল বা পরিবর্তন করা যাবে না।...