ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৫০তম রেসিডেন্সি প্রোগ্রাম বা আবাসিক বৃত্তি পেয়েছেন ছয়জন তরুণ নির্মাতা। তারা হলেন— আলিকা বেদনারিকোভা (স্লোভাকিয়া), ফেদেরিকো লুইস (আর্জেন্টিনা), মাকসিম নাকোনেচনি (ইউক্রেন), লাইস সান্তোস আরাউজো (ব্রাজিল), বারান সারমাদ (ইরান) এবং ডিয়ান ওয়েইস (দক্ষিণ আফ্রিকা)। তারা ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারিসে অবস্থান করবেন এবং তাদের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য উন্নয়নে দিকনির্দেশনা পাবেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই রেসিডেন্সি প্রোগ্রামটি বিশ্বের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল সহায়তা প্রদান করে আসছে। ৫০তম আসরেও আগের মতোই আন্তর্জাতিক চলচ্চিত্রে নতুন কণ্ঠ ও বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির উন্মেষকে প্রাধান্য দিচ্ছে। তিনি কিয়েভ ন্যাশনাল ইউনিভার্সিটি অব থিয়েটার, সিনেমা অ্যান্ড টেলিভিশন থেকে পরিচালনায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাটারফ্লাই ভিশন’ ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে...