দীর্ঘ ৩৫ বছর পর উৎসবের আমেজে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে রাবির জুবেরি, ডিনস কমপ্লেক্স, রবীন্দ্র ভবন কেন্দ্র ঘুরে দেখা যায় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বাংলানিউজকে বলেন, বহু বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আমাদের কাছে ঈদের মতো। এটা শুধু ভোট উৎসবের বিষয় নয়, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবে রাকসু'র জন্য আমরা সেসব ছাত্রপ্রতিনিধি বেছে নেবো। সকালে জুবেরি ভবনকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই সেখানে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছেন। এই কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ও শাহমখদুম হলের...