রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেয়া হবে। ৯৯০টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। অপরদিকে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোটগ্রহণ...