নিজস্ব প্রতিবেদক: ওরস্যালাইন বা ওআরএস (ORS) সাধারণত ডায়রিয়া বা পানিশূন্যতার ক্ষেত্রে জীবনরক্ষাকারী হিসেবে ব্যবহৃত হয়। তবে সঠিক পরিমাণে না খেলে ওরস্যালাইন উপকারের বদলে ক্ষতিও করতে পারে। বিশেষ করে কিছু বিশেষ ধরনের মানুষের জন্য এটি বিপজ্জনক হতে পারে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জেনে নিই, যে ৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন ঝুঁকিপূর্ণ— অতিরিক্ত ওআরএস খেলে রক্তে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে (হাইপারনেট্রেমিয়া)। এতে মাথাব্যথা, বমি, খিঁচুনি, এমনকি মস্তিষ্কে ফোলাভাবও হতে পারে। ওআরএসে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। বেশি খেলে ইলেকট্রোলাইট ভারসাম্য হারিয়ে ক্লান্তি, দুর্বলতা ও বিভ্রান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। ওআরএসে থাকা অতিরিক্ত লবণ প্রস্রাবের মাধ্যমে বের করতে গিয়ে কিডনির ওপর চাপ পড়ে। ফলে কিডনির কার্যকারিতা হ্রাস পেতে পারে ও পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। ওআরএসে থাকা সোডিয়াম উচ্চ রক্তচাপ বা...