১৬ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম চার দশকের দীর্ঘ সফরের পর, শেষ হতে চলেছে একটি সংগীত বিপ্লবের অধ্যায়। প্যারামাউন্ট গ্লোবাল (Paramount Global) সম্প্রতি ঘোষণা করেছে যে, আসন্ন ৩১ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে MTV Hits, MTV 80s, MTV 90s সহ একাধিক জনপ্রিয় মিউজিক চ্যানেল (music channels)। পোর্টেবল স্পিকার এই সিদ্ধান্ত মূলত চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন (network restructuring) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (digital platforms) গুরুত্ব বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দর্শকরা ধীরে ধীরে সরে যাচ্ছেন টেলিভিশনের পর্দা থেকে, ঝুঁকছেন ইউটিউব (YouTube), স্পটিফাই (Spotify), অ্যাপল মিউজিক (Apple Music)-এর মতো স্ট্রিমিং সার্ভিসের (streaming services) দিকে। এর ফলেই MTV চ্যানেলগুলোর দর্শকসংখ্যা (viewership) এবং স্বাভাবিকভাবে আয় (revenue) কমতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাসের (digital habits)...