বিশ্বজুড়ে অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেওয়া ক্যানসারগুলোর মধ্যে ব্রেস্ট ক্যানসার অন্যতম এবং সময়মতো শনাক্ত না হলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।এই বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা বিনামূল্যে ‘ব্রেস্ট হেলথ চেকআপ’ প্রোগ্রাম শুরু করেছে, যা আজ (১৫ অক্টোবর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নারীরা হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এসে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ব্রেস্ট হেলথ চেকআপ করাতে পারবেন। চেকআপের অন্তর্ভুক্ত থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা, পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা পরামর্শ। এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বাস করে, প্রতিটি নারীর জীবনের গল্প আলাদা, এবং প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ। তাই নারীর স্বাস্থ্য...