১০ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার রাতে আমি যখন এ নিবন্ধটি লিখছি, তখন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রাখাইনের স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত রাখাইনেরই ইসলামপন্থি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (আরসা)। উভয় পক্ষ থেকে মোটর শেল নিক্ষেপ করা হচ্ছে। আর আকাশে উড়ছে আধুনিক যুদ্ধ কৌশলের নতুন সংযোজন ড্রোন। অন্যদিকে এর আগের দিন আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকটিলা প্রদেশ প্রকম্পিত হয়েছে একাধিক শক্তিশালী বোমা বিস্ফোরণের কারণে। এই বোমা বিস্ফোরণের পর তালেবানশাসিত আফগান সরকার অভিযোগের আঙুল তুলছে পাকিস্তানের দিকে। আর পাকিস্তানের দাবি, আফগানিস্তানের জঙ্গিরা হামলা করছে পাকিস্তানের ভূখণ্ডে। এই বোমা হামলা এমন সময় ঘটল, যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের সফরে ভারতে রয়েছেন। আর বোমা বিস্ফোরণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, আফগানিস্তান ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং...