রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। এ নির্বাচন শেষ পর্যন্ত হবে কী হবে না, এমন সংশয় ও প্রশ্ন ছিল রাবির শিক্ষার্থীদের ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনে। তবে সব সংশয় কেটেছে। দীর্ঘ ৩৫ বছর পর আজ (বৃহস্পতিবার) আবার নির্বাচন হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হবে। ভোটে জালিয়াতি ও কারচুপি ঠেকাতে এবার প্রথমবারের মতো থ্রিডি সিকিউরিটি সিস্টেম চালু করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে ২৩টি পদে ১১টি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৪৭ জন, সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন, প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে...