সংকট ও বাস্তবতার সন্ধিক্ষণের মুখোমুখি বাংলাদেশবর্তমান সময়টি বাংলাদেশের ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। রাজনৈতিক পটপরিবর্তনের এ পর্যায়ে আমরা শুধু একটি সরকার পরিবর্তন নয়, বরং একটি ব্যবস্থাগত রূপান্তরের সাক্ষী হচ্ছি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি—এই তিনটি স্তম্ভকে সুরক্ষিত রাখা। ইতিহাস সাক্ষ্য দেয়, যে কোনো রাজনৈতিক উত্তরণের সময়ই জাতীয় নিরাপত্তা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আমাদের বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়।জাতীয় নিরাপত্তার বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, যা আমাদের মনে রাখতে হবে। একটি পেশাদার সামরিক বাহিনীর জন্য জনগণের আস্থা হলো সবচেয়ে বড় রক্ষাকবচ। ২০১১ সালে মিশরের ‘আরব স্প্রিং’ পরবর্তী সময়ে সামরিক বাহিনীর ভূমিকা কীভাবে জনসমর্থন হারালো, তার ইতিহাস আমাদের সতর্ক করে। বাংলাদেশের সামরিক বাহিনীকে তাই নিজেদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহির মাধ্যমে এই...