ড. মাহ্বুব উল্লাহ্: প্রশ্নটা হলো সংস্কার না বিপ্লব? মানুষের আকাঙ্ক্ষা—বাংলাদেশটাকে একেবারে খোলনলচে পাল্টে নতুন বাংলাদেশে রূপান্তর করা হবে। দ্বিতীয় স্বাধীনতার কথাও বলা হয়েছে, কিন্তু সে অনুযায়ী কর্মকাণ্ড হয়নি। শেখ হাসিনার শাসনামলে একটা ত্রিপক্ষীয় নেক্সাস তৈরি হয়েছিল। এর ভেতরে ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার দলের লোকরা। দুই নম্বর হচ্ছে আমলাতন্ত্র, পুলিশ বাহিনী—যারা প্রশাসনিক কাঠামো ধরে রাখে। তিন নম্বর হচ্ছে অলিগার্করা, যেটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই অলিগার্করা তাদের যোগ্যতার চেয়ে শতসহস্র গুণ বেশি ধনসম্পদ আহরণ করেছে, অত্যন্ত নোংরাভাবে। ব্যাংকের ভল্টগুলো দখল করে। সেই টাকাগুলো দেশে থাকলে, একটা কথা ছিল। তারা সেগুলোকে বিদেশে পাচার করে দিয়েছে। বিদেশে তারা বাংলাদেশি মুদ্রায় নিয়ে যায়নি। তারা পাচার করেছে ডলার বা পাউন্ডে। সেই বৈদেশিক মুদ্রা তারা কীভাবে পেল, সেই অনুসন্ধানও কিন্তু হয়নি।...