মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁরই ইবাদতের জন্য। তাঁর নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করার মধ্যেই তিনি তাঁর বান্দাদের ইহকালীন ও পরকালীন সুখ, সমৃদ্ধি ও সফলতা লুকিয়ে রেখেছেন।যে ব্যক্তি ইবাদতের প্রকৃত অর্থ জানে এবং তার স্বাদ অনুভব করতে শুরু করে, সে তার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করে। ইবাদত কী:একবার ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)-কে কেউ একজন প্রশ্ন করনে, ইবাদত বলতে কী বোঝায়? এর শাখা-প্রশাখা কী কী? পুরো দ্বিন কি এর অন্তর্ভুক্ত? আল্লাহর দাসত্ব বা আল্লাহর বন্দেগির বাস্তবতা কী? এটি কি দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ অবস্থান? নাকি এর ওপরে আরো কোনো মর্যাদা আছে? তিনি উত্তরে বলেন, ইবাদত এমন একটি পরিপূর্ণ নাম, যা আল্লাহ তাআলা যেসব কথা ও কাজ ভালোবাসেন ও সন্তুষ্ট হন, সবই এর অন্তর্ভুক্ত, তা হোক অন্তরের কাজ বা বাহ্যিক কাজ। নামাজ, জাকাত,...