রাজধানীর সড়কে রিকশা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ‘দেখনদারি’ পদক্ষেপ নিয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে বসানো হয় ব্যয়বহুল ‘রিকশা ট্র্যাপার’। এটির মাধ্যমে রিকশাকে মূল সড়কে ওঠা থেকে আটকানোর কথা ছিল। কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। রিকশা দিব্যি পার হয়ে যাচ্ছে, আর ভোগান্তির শিকার হচ্ছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। শুধু তা-ই নয়, এই ট্র্যাপারই এখন যানজট, দুর্ঘটনা ও ক্ষতির নতুন উৎসে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— মাঠ পর্যায়ের এই বাস্তবচিত্র সম্পর্কে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যত অন্ধকারে। পাশাপাশি অভিযোগ উঠেছে তদারকিতে চরম অবহেলার। ট্র্যাপার দিয়ে চলাচলকারী ভুক্তভোগী অন্যান্য যানবাহনের চালকরা বলছেন, ট্রাফিক পুলিশ ট্র্যাপার লাগিয়ে ভুলে গেছেন। তারা এসে পরীক্ষা করে দেখেন না এগুলো কাজ দেয় কি না! এসব ট্র্যাপার রিকশা আটকানোর জন্য কোনো কাজ তো দেয়ই না, উল্টো ক্ষতিগ্রস্ত করছে...