রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট (কনেসেট) স্পিকার আমির ওহানার সেই মন্তব্যের, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসখ্যাত সাইরাস দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি অব সিনেমাটোগ্রাফিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে—যেখানে মানবাধিকারের প্রথম চার্টার ঘোষণার ২,৫৫০তম বার্ষিকী উদ্যাপন করা হয়—ইরানি রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। জালালি বলেন, “যারা মার্কিন প্রেসিডেন্টকে এভাবে বর্ণনা করেন, তাদের স্মরণ করিয়ে দিতে হবে—যিনি গাজার ছোট্ট ভূখণ্ডে লক্ষাধিক মানুষের হত্যাযজ্ঞের পৃষ্ঠপোষক, তাকে কখনোই মানবাধিকারের রক্ষক বলা যায় না।” তিনি আরও বলেন, ২১শ শতাব্দীতেও বিশ্ব...