সকাল ৯টায় ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। জুবেরী ভবন, সিরাজী ভবন, রবীন্দ্র ভবনসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্যাম্পাস ঘুরে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মীদের উপস্থিতিই কেবল চোখে পড়ছে। রবীন্দ্র ভবনের সামনের সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মায়েশা মালিহা, অনুসূয়া আরিবা, নিশাত আয়েশা নামের তিন শিক্ষার্থী।তারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছেন বলে জানালেন। মায়েশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০টার পর হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। এখন এত কম কেন, বোঝা যাচ্ছে না। মনে হয় অনেকে ঘুম থেকে উঠেনি।” তাপসী হলের সামনে কয়েকজন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেগম খালেদা জিয়া হলের সামনে ছিল ফাঁকা। সিরাজী ভবন এবং রবীন্দ্র ভবনে ৯টার দিকে কয়েকজনকে লাইনে দাঁড়াতে দেখা যায়। জুলাই...