২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইনে প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা বা জমকালো আয়োজন—আগের মতোই সরাসরি বোর্ডগুলোর উদ্যোগে ফল জানা যাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, সকাল ১০টায় একসঙ্গে দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফলাফল প্রকাশ করা হবে।এর মধ্যে রয়েছে—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ *বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড* ও *বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ফল জানার তিনটি উপায়:অনলাইনে:শিক্ষার্থীরা [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে: নিজ নিজ...