চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদে বিজয়ী হয়েছেন ঢাবির ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে তিনি বিজয়ী হয়েছেন। আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী। এদিকে চাকসুতে ২৬ পদের ২৪টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। এছাড়া দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা গেছে, ভিপি পদে...