৪৪ বছর পর আবারও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নেতৃত্বে ফিরেছে। বৃহস্পতিবার ভোররাতে ঘোষিত সপ্তম চাকসু নির্বাচনের ফলে দেখা গেছে, ভিপি–জিএসসহ ২৬টি পদে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। একমাত্র এজিএস (সহ–সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৮১ সালে। সেই নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছিলেন ছাত্রশিবিরের জসিম উদ্দিন সরকার, জিএস হন আবদুল গাফফার। চার দশকেরও বেশি সময় পর আবারও শিবির সমর্থিত প্রার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে ফিরলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সপ্তম চাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। ফল ঘোষণার সময় নির্বাচন ভবনের সামনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্যানেলের প্রার্থী, তাদের সমর্থক এবং সাংবাদিকরা। প্রধান নির্বাচন কমিশনার...