আর্থিক খাতের প্রযুক্তিবিদরা বলছেন, ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে গ্রাহককেও বেশ সচেতন হতে হবে। বেশ কিছু বিষয় মাথায় রাখলে গ্রাহকও নিরাপদে ডিজিটাল ব্যাংকিং করতে পারবেন। প্রযুক্তিবিদ মি. জোহা জানান, " গ্রাহকের ব্যক্তিগত ইমেইল কোথায়, কখনো এক্সপোজড হয়েছে কি না তা বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্ট টুলসের মাধ্যমে যাচাই করে নেওয়া উচিত।" ১। গ্রাহকের ব্যক্তিগত ই - মেইলের তথ্য কোনো ডার্ক ওয়েবের হ্যাকাররা চুরি করেছে কি না তা নির্ধারণের জন্য বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্ট টুলস রয়েছে। এসব সাইট বিনামূল্যে গ্রাহকের ইমেইল ডার্ক ওয়েবে ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাই করে দেয়। ২। গ্রাহক যে ডিভাইস ব্যবহার করেন সেটিতে অন্য কেউ যাতে নিয়ন্ত্রণ নিতে পারেন পিন বা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না। ৩।ম্যাসেঞ্জার, এসএমএসের মাধ্যমে গ্রাহকের কাছে বিভিন্ন ধরনের লিংক আসে। এই ফিশিং...