আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন আয়োজনে সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এ বিষয়ে কোনো দ্বিতীয় চিন্তা নেই। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে।” তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনায় অংশ নিয়েছে। এই নিষ্ঠার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, “আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ...