চাকসুর নবনির্বাচিত ভিপি ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহিম রনি এবং জিএস একই সংগঠনের সাঈদ বিন হাবিব (মধ্যে)। এজিএস পদে জয় পেয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। পঁয়ত্রিশ বছরের ফাঁড়া কাটিয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে শীর্ষ দুই পদ ভিপি ও জিএসে জয় পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা; অবশ্য চমক সৃষ্টি করে এজিএস পদে বিজয়মালা উঠেছে ছাত্রদলের প্রার্থীর গলায়। বুধবার (১৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর সন্ধ্যার পর ভোটগণনা শুরুর কয়েক ঘণ্টা বাদে মধ্যরাত থেকে ফলাফলের ঘোষণা আসতে থাকে; যেখানে বেশিরভাগ পদে লড়াই হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের মধ্যে। ফল এসেছে শিবিরের পক্ষেই বেশি। শুধু এজিএস ও সহ-খেলাধুলা বিষয়ক সম্পাদক ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেয়েছে তারা।আরো পড়ুন:প্রাণ ফিরে পেতে যাচ্ছে রাকসু, রাত পোহালেই ভোটকাল ভোট, চলছে রাকসু ভবন...