ঢাকার শোবিজ জগতে এক আলোচিত নামবারিশ হক। নৃত্য, মডেলিং, অভিনয় থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশনের জগতে তার দৃপ্ত পদচারণা। তবে সাফল্যের আলোর পাশাপাশি বিতর্কের ছায়াই তাকে বেশি ঘিরে রেখেছে। বারিশ হক, বাংলাদেশের বিনোদন জগতের এক বহুমাত্রিক প্রতিভা। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেন, সময় সবকিছুর বিচার করে— আজ পিছনে তাকিয়ে দেখি, যারা আমার সাথে অন্যায় করেছিল, তারা এখন নিজেরই কর্মফল ভোগ করছে। তিনি আরও লিখেন, অভিশাপ নয়, এটা শুধু নিয়তির নীরব প্রতিশোধ। এই মন্তব্য কাকে নিয়ে করেছেন তা বুঝতে ভক্তদের...