ভোটের মাঠে শক্ত অবস্থানে থাকা আসনগুলো ছাড়তে রাজি নয় বরিশালের ৩ নির্বাচনি এলাকার বিএনপি। দলীয় প্রার্থীদের জয় যেখানে প্রায় নিশ্চিত, সেখানে কেন অন্যদের কাছে আসন ছাড়তে হবে-সেটাই প্রশ্ন নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে চলছে কেন্দ্রের কাছে আবেদন জানানোর প্রস্তুতি। এলাকায় জনসমর্থন বা অবস্থান না থাকা অন্য দলের নেতারা যাতে বিএনপিকে ব্যবহার করে সংসদ-সদস্য হতে না পারেন-এমনই দাবি তাদের। বরিশালের ৬ জেলায় ২১ নির্বাচনি এলাকা। এর সবকটিতেই প্রায় চূড়ান্ত বিএনপির দলীয় প্রার্থী। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল। তবে চলতি মাসের শেষ নাগাদ সবুজ সংকেত পেতে পারেন প্রার্থীরা। এই ২১ আসনের মধ্যে ৩টি নিয়ে বেঁধেছে জটিলতা। অনেকে বলছেন, বিএনপি নেতৃত্বাধীন জোট কিংবা সমমনা দলগুলোকে দেওয়া হতে পারে এসব আসন। বিষয়টি মানতে নারাজ দলের স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়নের আশায় বছরের পর...