চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি জয়ী হয়েছেন। একইভাবে জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। উভয়েই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ভিপি পদে বিজয়ী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৬৫৯৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৭৮২ ভোট। জিএস পদে বিজয়ী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬৬১৪ ভোট,...