যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, হামাস যদি শান্তিচুক্তির শর্ত পূরণ না করে, তবে ইসরায়েল তার সেনাবাহিনী “তাত্ক্ষণিকভাবে” গাজায় পাঠাতে পারে। তিনি বলেন, “আমি যখন কথা বলব, তখনই ইসরায়েল ওই রাস্তায় ফিরে যাবে। ইসরায়েল তাদেরকে পুরোপুরি মোকাবিলা করতে চাইলে তা করতে সক্ষম।” ট্রাম্পের এই মন্তব্য আসে একদিন পর, যখন তিনি হামাসকে সতর্ক করেছিলেন এবং তাদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, “তারা অস্ত্র ত্যাগ না করলে, আমরা তাদের অস্ত্র ছিনিয়ে নেব। এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে ঘটবে।” প্রেসিডেন্ট আরও বলেন, হামাসকে গাজার নিহত বন্দিদের মৃতদেহ ফেরত দিতে হবে, যাতে পরিবারদের কাছে তাদের শেষকৃত্য সম্পন্ন করা যায়। হামাস ইতিমধ্যে ২০ বন্দি যারা জীবিত ছিল তাদের মুক্তি দিয়েছে, যা ট্রাম্পের মতে “প্রধান অগ্রাধিকার” ছিল। এদিকে, রেড ক্রস বুধবার আরও দুইটি কফিন...