চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্রকার কারচুপি হলে সারাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তার অভিযোগ, ডাকসু ও জাকসুর মত ভোট কারচুপির জন্য যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভূমিকা পালন করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ঠিক একইভাবে ভূমিকা পালন করেছে প্রশাসন। ছাত্রশিবির চাকসুর ভোটে নিজেদের পরাজয় বুঝতে পেরে প্রশাসনকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় এই সভাপতি। বুধবার রাত ১২টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে চাকসুর ভোট কারচুপির অভিযোগে প্রতিবাদ অবস্থানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “আমরা তথ্য পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামায়াত-শিবিরের চট্টগ্রাম বিভাগের সকল নেতাকর্মীকে ডেকে নিয়ে এসে এই পাহাড়ের পাশে তারা অবস্থান গ্রহণ করেছে। তারা এই কার্যকলাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরাসরি হুমকি প্রদান করে তাদের পক্ষে নির্বাচন ফলাফল নেওয়ার জন্য...