একজন মার্কিন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। আংশিক সরকারি কার্যক্রম বন্ধ (শাটডাউন) চলাকালে হাজারো কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত আইনবিরুদ্ধ বলে দুইটি শ্রমিক ইউনিয়ন মামলা করেছিল। বুধবার সান ফ্রান্সিসকোর আদালতে শুনানিতে বিচারকসুসান ইলস্টনওই দুই ইউনিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০টিরও বেশি সরকারি সংস্থায় ছাঁটাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন, যতদিন পর্যন্ত মামলার পূর্ণ শুনানি না হয়। এর কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসের বাজেট পরিচালকরাসেল ভগটএক সাক্ষাৎকারে বলেছিলেন, চলমান সরকারি অচলাবস্থার কারণে ১০ হাজারের বেশি সরকারি কর্মী চাকরি হারাতে পারেন। বুধবার ছিল শাটডাউনের ১৫তম দিন। বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প ও ভগটের প্রকাশ্য বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বোঝা যায়—বিশেষ করে যখন ট্রাম্প বলেছিলেন, ছাঁটাই “ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সংস্থাগুলোকেই” টার্গেট করবে। তিনি বলেন, “একটি আইনের দেশে এমনটা করা যায় না। এখানে আইন...