বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সাদেকুর রহমান আসামির জবানবন্দি রেকর্ডের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন। এর আগে সোমবার রাতে কলাবাগান এলাকায় একটি বাসার ফ্রিজারের ভেতর থেকে ৪২ বছর বয়সি তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর থেকে তাসলিমার স্বামী নজরুল ইসলাম পলাতক ছিলেন। এ ঘটনায় নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন তাসলিমার ছোট ভাই নাঈম হোসেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বংশালের নবাবপুর রোড ক্রসিং এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার নজরুলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই আতিকুর রহমান। পরে নজরুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তাসলিমাকে হত্যার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে...