চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এ এফ রহমান, আলাওল ও শাহজালাল হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে এ এফ রহমান ও আলাওল হলে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল শাহিন খান এ ফলাফল ঘোষণা করেছেন।এ এফ রহমান হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৬ ভোট।জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৩৫১ ভোট, আর ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২২০ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান ৪৪২ ভোট পেয়ে এগিয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবিরের সাজ্জাদ হোছন, যিনি পেয়েছেন...