চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১২টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি, জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।বুধবার (১৫ অক্টোবর) রাত ৩ টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।বারোটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৫৮৭০ ভোট। ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪০৮ ভোট।জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ৫৯৩৩ ভোট। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শাফায়াত পেয়েছেন ২০৪৭ ভোট।চবিতে আরও দুই হলের ফল ঘোষণাঅন্যদিকে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক পেয়েছেন ৫২৫৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৯১ টি ভোট।দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল...