আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠকে এই দুপক্ষের মধ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার, অপতথ্য (মিসইনফরমেশন) প্রতিরোধ ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এ বৈঠক করেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধি দল। এই দলে একজন মন্ত্রীও ছিলেন। বৈঠকের পর ইসির সিনিয়র সচিব বলেন, অস্ট্রেলিয়ার মন্ত্রী এসেছিলেন। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ। তারা আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, প্রস্তুতি কী, আমরা কীভাবে এগোচ্ছি, সেই সঙ্গে তারাও অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার এসেছে। আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, অ্যাবিউজ অব...