বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে চলনবিলের পানিতে ভাসা নৌকার স্কুল। বর্ষাকালে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার চলনবিলে নৌকার স্কুল প্রতিষ্ঠা এবং সফলভাবে পরিচালনা করায় ‘ইয়েল ইউনিভার্সিটি মরিস আর. গ্রিনবার্গ বিশ্ব ফেলোশিপ-২০২৫’ পেয়েছেন স্থপতি মোহাম্মদ রেজওয়ান। প্রতিবছর ১৬ জন উদীয়মান তরুণকে এ মর্যাদাপূর্ণ ফেলোশিপ দেওয়া হয়। ২০২৫ সালে বিশ্বের ৪ হাজার ২০০ জন এর জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে নাটোরের গুরুদাসপুরের সাবেক এমপি মরহুম মোজাম্মেল হকের ছেলে রেজওয়ান সেই নির্বাচিত ১৬ জনের অন্যতম হিসাবে ফেলোশিপ পেয়েছেন। বন্যাপ্রবণ চলনবিল অঞ্চলে জন্ম নেওয়া রেজওয়ান আজ গ্রামের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসীমায় তার দ্যুতি ছড়িয়েছেন। রেজওয়ান বলেন, নতুন কোনো সমাধান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে। আশা করি, ইয়েল ইউনিভার্সিটির এই স্বীকৃতি আমাদের অর্জনকে বৈশ্বিক পর্যায়ে আরও ছড়িয়ে দেবে। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ চলনবিল এলাকায়...