চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পুলিশ তাকে বের করে আনার চেষ্টা করলেও তাদের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত আড়াইটার দিকে পুলিশ প্রকৌশল অনুষদ ভবনে গিয়ে উপ–উপাচার্যকে বের করে আনার চেষ্টা করে। তবে ভবনের ফটক পর্যন্ত পৌঁছানোর পর ছাত্রদলের নেতা–কর্মীরা আবারও পথ আটকে অবস্থান নেন। রাত তিনটা পর্যন্ত উপ–উপাচার্য অবরুদ্ধ ছিলেন। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত একটার দিকে সোহরাওয়ার্দী হল সংসদে ভোট কারচুপির অভিযোগ তোলে ছাত্রদল। তাদের অভিযোগ, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী জমাদিউল আওয়ালকে (সুজাত) কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। ফলাফলে দেখা যায়, তিনি ১ হাজার ২০৩ ভোট পেলেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ পেয়েছেন ১ হাজার ২০৬...