চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট চুরি ও কারচুপি হলে গোটা বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে ও এমন কিছু দেখেছিলাম যার পুনরাবৃত্তি ঘটছে রাকসু ও চাকসুতে। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে। আমরা কোন প্রকার ভোট চুরি মেনে নেব না।রাকিব বলেন, অতীতে যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ছাত্রশিবির কলঙ্কিত করেছিল এবারও তারা লাঠি সোটা হাতে সেটি আবারো প্রমাণ করল। তারা ভাবছে ছাত্রদল দুর্বল। আমরা বলতে চাই, আমরা যদি লাঠির পরিবর্তে লাঠি ধরি, আমরা যদি একবার রাজপথে নামি তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের স্থান হবে না।আরেক হলের...