আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। দীর্ঘ এক বছরের বেশি সময় পর সিলেটে চেম্বারের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ফিরেছে। নির্বাচনি আমেজে মুখর হয়ে উঠেছে সিলেটের ব্যবসায়িক অঙ্গন। চেম্বার সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সিলেট চেম্বার অব ইন্ডাস্ট্রির তৎকালীন সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে চলে যান। এরপর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের নেতৃত্বে চলতে থাকে এই ব্যবসায়ী সংগঠনটি। পরে চেম্বারের সদস্যদের দাবির মুখে সভাপতি ও চার পরিচালকসহ পাঁচ সদস্য পদত্যাগ করেন। এতে সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠনটিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে চেম্বারের কার্যক্রম সচল রাখতে গত বছরের ১০ ডিসেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুরু হয় নির্বাচনের...