চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে নবাব ফয়জুন্নেসা হলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি।বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ফল ঘোষণা করা হয়েছে।ফলাফলে দেখা গেছে, নবাব ফয়জুন্নেসা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২১২ ভোটা। আর জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি পেয়েছেন ২৬৪ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন পেয়েছেন ১১৭ ভোট এবং বৈচিত্র্য ঐক্যের সুদর্শন চাকমা...