চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত একটার পর দুই হলের ম্যানুয়ালি ফল গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতা-কর্মীরা।এ সময় চবি শাখা ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে কল দেন। কলটি লাউড স্পিকারে দিয়ে বারবার ওই কেন্দ্রের সামনে আসতে বলেন।এক পর্যায়ে জালাল বলেন, স্যার আপনারা এখানে আসবেন নাকি তালা ভেঙে ভেতরে ঢুকবো? তবে ওপাশ থেকে কোনো উত্তর না আসায় তিনি বলেন, ‘আপনারা চুপ করে থেকে কি অনিয়মে সমর্থন দিচ্ছেন?’ এর কিছুক্ষণ পরেই কলটি কেটে যায়।এর আগে দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের এক...