চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের ফল পুনরায় ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ করে বিক্ষোভ করেন তারা। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় ঘোষিত ফলাফলে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী ১২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী সুজাত ৩ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। এর আগে, তিন হলে ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রদল। হলগুলো হলো- অতীশ দীপঙ্কর হল, মাস্টার দা সূর্য সেন হল ও চারুকলার হোস্টেল। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রাত সাড় ১২ টার দিকে ফল ঘোষণা করা হয়। এ হলে মোট ভোট কাস্ট হয়েছে ৪৯৭টি। ফলাফলে দেখা...